বাঁকুড়া ১: দেশ বন্ধু চিত্ত রঞ্জন দাশের 156 তম জন্ম দিবস পালিত হল বিদ্যুৎ গ্রাহক সংগঠন আবেকার পক্ষ থেকে বাঁকুড়ায়
আজ 5, নভেম্বর দেশ বন্ধু চিত্ত রঞ্জন দাশের 156 তম জন্ম দিবস পালিত হল বিদ্যুৎ গ্রাহক সংগঠন আবেকার পক্ষ থেকে। বাঁকুড়া শহরের গরীব বস্তি শিখরিয়া পাড়া মোড়ে দেশ বন্ধু চিত্ত রঞ্জন দাশের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন আবেকার জেলা কমিটির সম্পাদক স্বপন নাগ, শেখ আজাদ,সোমনাথ দাস বাবুলু দাস সহ স্থানীয় ছাত্র যুব ও মা বোনেরা। প্রদীপ প্র জ্বলিত করা হয়।এই মহতী দিবসটিতে মহান স্বাধীনতা সংগ্রামী মহাপ্রাণ চিত্ত রঞ্জন দাশের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন আবেকার জ