আজ বিকেল চারটা নাগাদ ইন্দপুর ব্লকের গৌরবাজারে তৃণমূল কংগ্রেসের ‘বাংলার ভোট সুরক্ষা শিবির’ পরিদর্শন করলেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু। রাজ্যে চলা SIR কার্যক্রমের আওতায় ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তা করা হচ্ছে এই শিবিরে। তৃণমূল কর্মীরা উপস্থিত ভোটারদের তথ্য যাচাই ও ফর্ম পূরণে সাহায্য করেন। বিধায়ক কার্যক্রম পর্যালোচনা করে কর্মীদের আরও তৎপর হয়ে কাজ করার নির্দেশ দেন।