ফরিদপুর দুর্গাপুর: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এটিএম মেশিন ভেঙে ফেললো দুষ্কৃতীরা, খবর পেয়ে ছুটে এলো পুলিশ, দুর্গাপুর কেমিকেলস টাউনশিপে
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে এটিএম মেশিন ভেঙে ফেললো দুষ্কৃতীরা। খবর পেয়ে ছুটে এলো পুলিশ। শনিবার সকাল দশটায় টাকা তুলতে এসে স্থানীয়রা দেখেন এটিএম মেশিন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, এটিএম কাউন্টারের বাইরে লাগানো সিসি টিভি ক্যামেরাও নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কোকওভেন থানার অন্তর্গত দুর্গাপুর কেমিকেলস টাউনশিপের এই ঘটনায় এখন ব্যাপক আতঙ্ক স্থানিয়দের মধ্যে। টাউনশিপে বাড়তে থাকা দুষ্কৃতী তান্ডবের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়রা।