বহরমপুর: ভয়ানক এক পশুর আক্রমণে গোটা গ্রাম আতঙ্কিত,আস্ত ছাগল খাওয়ার ঘটনা ঘটেছে বহরমপুরের উপরডিহা এলাকায়
ভয়ানক এক পশুর আতঙ্ক, ছাগল খাওয়ার ঘটনা বহরমপুরের উপরডিহা এলাকায়। বহরমপুর থানার উপরডিহা সহ আশেপাশে গ্রামে গত মাস থেকে একের পর এক রাতের অন্ধকারে অজানা পশুর হানায় ছাগল খাওয়ায় আতঙ্ক ছড়ায়। রাতের অন্ধকারে ছাগল ধরে খেয়ে নিচ্ছে কোন অচেনা পশু, পড়ে থাকছে শুধু মুখমন্ডলের হাড়। সে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। ঘটনায় সচেতন হয়ে ছাগলকে সুরক্ষিত জায়গায় রাখছিল সাধারণ মানুষ