কৃষ্ণনগর ১: কৃষ্ণনগর শহরে বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে কদমতলা নিরঞ্জনের ঘাটের দিকে নিয়ে যাওয়া হল বুড়ি মাকে
কৃষ্ণনগর শহরের জগদ্ধাত্রী পুজো গুলির মধ্যে সব থেকে বড় আকর্ষণ চাষা পরার বুড়িমা।শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে 108 টি বেয়াড়া সহ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় ক্রস করে জলঙ্গি ঘাটের দিকে আগালেন প্রতিমা নিরঞ্জন এর জন্য।