অটো এবং চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় জখম হয়েছে দুটি গাড়িতে থাকা আট জন। রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে বলরামপুর থানার শ্যামনগর এলাকায় নির্মীয়মান রেলওয়ে উড়ালপুল সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন ও পুলিশ উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে।