বালি-জগাছা: দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেসে তল্লাশি অভিযান
জোর তল্লাশী রাজধানী এক্সপ্রেসে.... দিল্লীতে বিস্ফোরণের ঘটনার পর হাই এলার্ট জারি করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে।লাগাতার তল্লাশী চালানো হচ্ছে ট্রেন ও প্ল্যাটফর্মে।আজ বিকেলে রাজধানী এক্সপ্রেস ছাড়ার আগে স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে ট্রেনের ভিতর পরীক্ষা করেন জি আর পি আধিকারিকরা।দিল্লীগামী যাত্রীরা জানান তারা আতঙ্কে রয়েছেন।অনেকে সফর বাতিলের কথা ভেবেছেন।কিন্তু কাজের সূত্রে যেতে হচ্ছে।