আরামবাগ: করমপুজোর শেষ দিনে নাচ,গান,আনন্দে মেতেছে বৃন্দাবনপুর এলাকার আদিবাসীরা
করমপুজোর শেষ দিনে নাচ,গান,আনন্দে মেতেছে বৃন্দাবনপুর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ।অন্যান্যদের বিভিন্ন আচার অনুষ্ঠানের মতো আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভক্তি শ্রদ্ধার সাথে এই পুজো করে থাকেন।যুগ যুগ ধরে চলে আসা এটি আদিবাসীদের প্রাচীন পুজো।একটি গাছকে পুজো করা হয়।বৃহস্পতিবার বিসর্জন পর্ব।শেষ দিনে একদিকে যেমন পুজাপাঠ চলতে থাকে অন্যদিকে ধামসা,মাদল ও বাঁশির সুরে নাচ গান করার পাশাপাশি বিভিন্ন বদ্যযন্ত্র সহকারে মানুষ আনন্দ উৎসবে মেতে উঠে।বহু মানুষের সমাগম হয়।