পটাশপুর ২: বাংলার মঙ্গল কামনায় সাইকেলে করে বৃন্দাবনে পাড়ি দিলেন পটাশপুরের যুবক
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের দুই ব্লকের সুকাখোলা মল্লিকপুর গ্রামের সুব্রত রায় ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর টান তাই দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেন সাইকেলে চেপে বৃন্দাবন পৌঁছাবেন অবশেষে সেই স্বপ্ন পূরণ করতে চলেছেন যুবক তার কথায় বাংলার মানুষের সুখ শান্তি ও মঙ্গল কামনায় এই যাত্রায় বেরিয়েছেন ধর্মীয় ভাবনা নয় সমাজের প্রতি এক মানবিক বার্তা পৌঁছে দিতে চান সুব্রত প্রতিদিন প্রায় ৮০ থেকে ১০০ কিমি পাড়ি দিবেন সাইকেলে করে।