বিনপুর ১: নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে হল আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প, পরিদর্শনে এলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে হল আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প। মঙ্গলবার বিনপুর ১ ব্লকের নেপুরা অঞ্চলের নিশ্চিন্তপুরে সকাল থেকে বিকেল পর্যন্ত এই ক্যাম্প চলে। এদিন দুপুর নাগাদ ক্যাম্পের কাজ খতিয়ে দেখতে আসেন বিনপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা আকুলি, এছাড়াও ছিলেন নেপুরা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুমিতা পাতর। এদিন ক্যাম্পে মানুষের বেশ ভালোই ভিড় লক্ষ্য যায়। রাস্তা, সোলার, নিকাশি ব্যবস্থা প্রভৃতি ছোট খাটো সমস্যার কথা এলাকাবাসীরা ক্যাম্পে জানান