এগরা ১: বড়োসড় ডাকাতির ছক বানচাল,আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার এগরা পুলিশের, ধৃতদের কাঁথি আদালতে পেশ
পূর্ব মেদিনীপুর জেলায় এগরা থানার পুলিশের বড়সড় সাফল্য ডাকাতি করার আগেই ৫ জনের এক ডাকাত দলকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বিশাল পুলিশবাহিনী অভিযান চালিয়ে এগ্রা ২ নং ব্লকের দেশবন্ধু অঞ্চলের কেউটেরা এলাকায় জড়ো হওয়া পাঁচজনের ডাকাত দলকে হাতেনাতে পাকড়াও করে ধৃত উপার্জনের কাছ থেকে পুলিশ দুটি বাইক একটি পিস্তল ৬ রাউন্ড গুলি দুটি মোবাইল একটি ভোঁসালি উদ্ধার করে জানা গিয়েছে ধৃতদের কাঁথি মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ