চাঁচল ১: চাচোল এক নম্বর ব্লক প্রাণিসম্পদ দপ্তরে অনুষ্ঠিত হলো ছাগল বিলি কর্মসূচি
মালদহের চাঁচল ১ ব্লক প্রাণী সম্পদ দফতরে ছাগল বিলি করা হল মঙ্গলবার। আনুষ্ঠানিক ভাবে ব্লক এলাকার উপভোক্তাদের হাতে ছাগল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন চাঁচল ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন,পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার ও খাদ্য কর্মাধ্যক্ষ জহুর আহমেদ সহ অন্যান্যরা। দফতর সূত্রে জানাগিয়েছে, ব্লক এলাকার আটটি গ্রাম পঞ্চায়েতের দশটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে দশটি করে মোট একশো'টি ছাগল দেওয়া হয়েছে।