গড়বেতা ৩: চন্দ্রকোনারোড BDO অফিসের সভাকক্ষে BLO দের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড BDO অফিসের সভাকক্ষে ব্লকের সমস্ত BLO দের নিয়ে SIR সম্পর্কিত বিষয় নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় সোমবার, এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য ব্লক প্রশাসনের কর্মকর্তারা,এইদিন BDO জানিয়েছেন SIR নিয়ে বিভিন্ন পদ্ধতি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এই দিন।