কাঁকসা: কাঁকসার বিরুডিহায় ১৯নম্বর জাতীয় সড়কে কন্টেইনারের পিছনে ছাই বোঝাই ডাম্পারের ধাক্কা,গুরুতর আহত ডাম্পারের চালক
নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারের পিছনে ছাই বোঝাই ডাম্পারের ধাক্কা,গুরুতর আহত ডাম্পারের চালক।ঘটনাটি ঘটেছে কাঁকসার বিরুডিহায় ১৯নম্বর জাতীয় সড়কের উপর।জানা গেছে শুক্রবার দুপুর ১টা নাগাদ একটি ডাম্পার দুর্গাপুর থেকে পানাগড়ের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনারের পিছনে ধাক্কা মারে।দুর্ঘটনার পরই কন্টেনার টি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার অতিক্রম করে জাতীয় সড়কের দুর্গাপূরগামী রাস্তায় চলে আসে।অন্যদিকে ডাম্পার টি নিয়ন্ত্রণ হারিয়ে মেন রোড থেকে লোহার রেলিং ভাঙে।