পান্ডুয়া: পান্ডুয়া মগরা অটো ইউনিয়নের ১৫ তম বর্ষের বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হল পান্ডুয়া তেলিপাড়া সংলগ্ন এলাকায়
Pandua, Hooghly | Sep 17, 2025 পান্ডুয়া মগরা অটো ইউনিয়নের ১৫ তম বর্ষের বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হলো পান্ডুয়া তেলিপাড়া সংলগ্ন এলাকায়। আজ বুধবার রাত নটা নাগ াদ পান্ডুয়া মগরা অটো ইউনিয়নের সভাপতি সঞ্জয় ঘোষ জানান এ বছর তাদের এই পুজো পনেরো তম বর্ষে পদার্পণ করল। প্রত্যেক বছর পান্ডুয়া তেলিপাড়া সংলগ্ন জি টি রোডের ধারে ব্লক তৃণমূলের কার্যালয়ের পাশে সুসজ্জিত মন্ডপে এই বিশ্বকর্মা পুজো করে থাকে ইউনিয়নের পক্ষ থেকে গতকাল এই পুজো,,