হরিশ্চন্দ্রপুর ১: আবাস যোজনায় দুর্নীতি, বঙ্গাবাড়ি গ্রামের উপভোক্তর পাকা বাড়ি দেখিয়ে নাম বাদের অভিযোগ
হরিশ্চন্দ্রপুর থানার বঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা পীতাম্বর দাস। ভাঙাচোরা কাঁচা বাড়ি থাকলেও তার বাড়ি পাকা দেখিয়ে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। অন্যদিকে তারই কাচা বাড়ি কে ক অন্য কেউ নিজের বাড়ি দেখিয়ে সেই আবাস যোজনা টাকা আত্মসাৎ করে নিয়েছে। বিষয়টি বুঝতে পেরেই ব্লক প্রশাসনের দ্বারস্থ ওই উপভোক্তা। দুর্নীতি করে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়ায় অসহায় এই পরিবার।প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করুক দাবি।