চাঁচল ২: চাঁচলে উদ্যান পালন দপ্তরের উদ্যোগে উপভোক্তাদের হাতে চারা বিতরণ
চাঁচল মহকুমা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো চারা গাছ। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ চাশলে কৃষক বাজারে উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে এই চারা গাছ বেলী কর্মসূচি নেওয়া হয়।। উপস্থিত ছিলেন চাচোল 1 নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি অশোক সাহা, সহকারি সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা । এদিন প্রায় একশ জন উপভোক্তার হাতে এই চারা গাছ তুলে দেওয়া হয়নি। বিভিন্ন প্রজাতির চারাগা তুলে দেন উদ্যানপালন দপ্তরের আধিকারিক।