রাজারহাট: মধ্যরাতে দমদমে জরুরি অবতরণ: স্পাইসজেটের মুম্বইগামী বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন
চাঞ্চল্য ছড়াল দমদম বিমানবন্দরে মধ্যরাতে, যখন মুম্বইগামী স্পাইসজেটের একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আচমকা আগুন দেখা যায়। পাইলটের তৎপরতায় বিমানের ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। সূত্রের খবর, রবিবার গভীর রাতে বিমানটি কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। আকাশে উঠতেই যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনের নিচে আগুন জ্বলতে দেখা যায়।