পান্ডুয়া: খন্নান পূর্বপাড়া এলাকায় জিটি রোডের ওপর স্কুটির সঙ্গে সাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক শিশু
খন্নান পূর্বপাড়া এলাকায় জিটি রোডের ওপর স্কুটির সঙ্গে সাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক শিশু। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক আহত এই শিশুকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করেছে। স্থানীয় সূত্রে জানা যায় আজ শনিবার সকালে ওই এলাকার বাসিন্দা সেখ আফসার আলী সাইকেল নিয়ে তার শিশুকে বাড়ির অদূরে অঙ্গনারী স্কুলে দিতে যাচ্ছিল জি টি রোডের ডান দিক থেকে বাঁদিকে পার হতে,,