স্বরূপনগর: পৃথক পৃথকভাবে স্বরূপনগর থানার পুলিশ ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করে বসিরহাট আদালতে পাঠালো
গতকাল অভিযানে নেমে স্বরূপনগর থানা পুলিশ তেতুলিয়া শ্মশান চত্বর থেকে দুই যুবককে ডাকাত সন্দেহে গ্রেফতার করে |পুলিশ সূত্রে জানা যায় ইয়াছিন গাজী- বাড়ি গোকুলপুর এলাকায় সাথে থাকা নিমাই ঘোষ তার বাড়ি হাকিমপুর অন্যদিকে অশোক সরদার নামে এক যুবককে সীমান্তবর্তী তারালি গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে | সে খোরপোষ মামলায় অভিযুক্ত |পুলিশ তাকে খুঁজছিল, সাথে সাথে আনারুল খান নামে আরো এক যুবককে শাকদা যাদবপুর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে ,তাকে পাঁচ দিনের পুলিশের হেফাজতের