বরাবাজার: হাড়ি জোড় ভগ্নসেতু মেরামতের বিষয় নিয়ে কথা হয়েছে বিডিওর সঙ্গে, লটপদা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে জানালেন প্রধান
ভারী যান চলাচলের কারণে বেশ কয়েকদিন আগে ভেঙ্গে যায় হাড়িজোড় সেতু। বন্ধ হয়ে যায় যান চলাচল। মঙ্গলবার বিকেলে লটপদা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান গদাধর মাহাতো জানান, ভাঙ্গা সেতুর বিষয়টি নিয়ে বিডিওর সঙ্গে আলোচনা হয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে আপাতত ওই রাস্তা দিয়ে পারাপার না করার নোটিশ ঝুলানো হয়েছে।