হলদিয়া: হলদিয়া ব্লকে ডালিম্বচক্ গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ১০ লক্ষ টাকার কাজ শুরু উদ্বোধন
হলদিয়া ব্লকে ডালিম্বচক্ গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কাজ শুরু শুভ উদ্বোধন। সাবমার্সেবুল পাম্প,পথবাটি, পুকুরপাড় মেরামতি, কংক্রিটের ঢালাই রাস্তা সহ ১০ লক্ষের কাজ শুভ উদ্বোধন হয় বুধবার। বুধবার বিকাল তিনটার সময় উদ্বোধন হয় উপস্থিত হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি যশরাজ ব্রহ্মচারী, চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মোসলেম আলি খাঁন, চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত সঞ্চালক দূর্গা রানী মান্না অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।