খানাকুল ১: গোঘাটে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো খানাকুলের এক যুবকের
বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটে বুধবার গোঘাটের কুলকি বটতলা এলাকায়।মৃত যুবকের নাম কল্যাণ দলুই,বয়স ১৯ বছর।তার বাড়ি খানাকুলের বালিপুর এলাকায়।জানা যায়,গোঘাটের ভাদুরে আলমারি তৈরীর কাজ করত কল্যাণ।এদিন বাইকে পেট্রোল ভরতে গিয়েছিল সে।ফেরার পথে নিমন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে রাস্তার পাশে পরে যায়।ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যালে নিয়ে যায়।সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।