সিউড়ি ১: সাংসদকে হাতের কাছে পেয়ে পানীয় জলের সমস্যার কথা তুলে ধরল এলাকার মানুষ, সমস্যার সমাধানের কথা বললেন সাংসদ
Suri 1, Birbhum | Nov 12, 2025 বুধবার দিন সিউড়ির এক নম্বর ব্লকের অন্তর্গত বাঁশজোড় গ্রামে উপস্থিত হয়েছিলেন সাংসদ শতাব্দী রায়। সেখানকারী স্থানীয় মানুষ সাংসদকে হাতের কাছে পেয়ে তাদের এলাকায় পানীয় জলের সমস্যার কথা তার কাছে তুলে ধরলেন। তৎক্ষণাৎ আধিকারিকের সঙ্গে কথা বলে সাংসদ সমস্যা মিটানোর কথা জানালেন এলাকার মানুষকে।