মঙ্গলবার থেকে শুরু হয়ে গেলো এই রাজ্যে এসআইআর এর কাজ। আর তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার রানাঘাট 2 ব্লকের একাধিক জায়গায় বাড়ী বাড়ী গিয়ে এসআইআর এর কাজ শুরু করলেন বিএলও রা। প্রসঙ্গত বিহারে বিধানসভা নির্বাচনের আগেই সমাপ্ত হয়েছে এসআইআর এর কাজ। আর এবার 2026 এর নির্বাচনের আগে এই রাজ্যে এসআইআর এর কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। 2002 সালের ভোটার লিস্ট কে মাপকাঠি ধরে শুরু হওয়া এই এসআইআর সম্পন্ন করতে মঙ্গলবার রানাঘাট 2 ব্লকের একাধিক জায়গায় নির্বাচন কমিশ