রামনগর ১: দীঘায় কর্মসংস্থানের জোয়ার আনতে আয়োজিত হল ন্যাশনাল সেমিনার এক্সপোর্ট প্রমোশন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শিবির
দীঘাও সংলগ্ন এলাকায় এক্সপোর্ট ব্যবসা কে আরও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার উদ্যোগে এগিয়ে এসেছে সরকার বহুদিন ধরে দীঘা রপ্তানি নির্ভর অর্থনীতি নতুন দিশা আনার দাবি ছিল ব্যবসায়ীদের বর্তমান বাজারে পিছিয়ে যাচ্ছিল দিঘার এক্সপোর্ট ব্যবসা পূর্ব ভারতের অন্যতম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র শুধু মাছ নয় কাজু রপ্তানিতেও ভূমিকা পালন করে |ব্যবসায়ীরা কিভাবে তাদের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলবে সেই লক্ষ্যেই আজ একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় |