হুগলির শেওড়াফুলিতে এক যৌনকর্মীর কী Sir আতঙ্কে মৃত্যু? উঠছে অভিযোগ! শুক্রবার সকালের দিকে যৌনকর্মীর ঘরে তার সাড়া পাওয়া যায়নি, দরজায় ধাক্কা দেওয়ায় খুলে যায় এবং তার ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। দশটা নাগাদ ঘটনাস্থলে উপস্থিত হন শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চাপদানী বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো, এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিশ্বজিৎ সিনহা।