ফরিদপুর দুর্গাপুর: গরম পিচ ছিটকে জখম ৩,ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের গ্রাফাইট কারখানায়,ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ
গরম পিচ ছিটকে জখম ৩। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের গ্রাফাইট কারখানায়। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ। শ্রমিক সংগঠন সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার সময় কাজ করছিল অভিজিৎ ভুঁই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মৃণাল রায়। ওপরেও ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল। সেই ওয়েল্ডিং। তখনই ওয়েল্ডিং এর আগুন পিচের সংস্পর্শে আসতেই তিনজন ঝলসে যায়। গুরুতর জখম হয় মৃণাল রায়। তিনজনকেই বিধান নগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।