কোচবিহার ১: দলের নির্দেশেই পদত্যাগ করেছে তুফানগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান, কোচবিহারে জানালেন তৃণমূলের জেলা সভাপতি
বুধবার কোচবিহার তুফানগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন পদত্যাগ করেন। পৌরসভায় গিয়ে চেয়ারম্যানের হাতে পদত্যাগ পত্র তুলে দেন তনু সেন। এ প্রসঙ্গে এ দিন কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, দলের নির্দেশ অনুযায়ী তনু সেন পদত্যাগ করেছে। তার জায়গায় নতুন ভাইস চেয়ারম্যান করা হবে অম্লান রায়কে। তাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর জন্যই প্রশাসনিক পদ থেকে সড়ানো হলো বলে জানান জেলা সভাপতি।