শ্রীরামপুর-উত্তরপাড়া: চন্দননগর পুলিশ কমিশনারেট এবং শ্রীরামপুর পৌরসভা দ্বারা যৌথভাবে পরিচালিত Competitive Examination এর জন্য স্টাডি সেন্টার
রবিবার চন্দননগর পুলিশ কমিশনারেট এবং শ্রীরামপুর পৌরসভা দ্বারা যৌথভাবে পরিচালিত বিনামূল্যে Competitive Examination-র জন্য Study Centre-র উদ্বোধন। উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাবলগি, চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা, ডিসিপি অর্ণব বিশ্বাস, এসিপি ২ জি. অরবিন্দ, এসিপি টি আর ২ শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী এবং অন্যান্যরা।