বালি-জগাছা: বেলুড় মঠে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দর্শনার্থীদের ভিড়
চিরাচরিত প্রথা মেনে ও রামকৃষ্ণ মিশন সারদা পীঠ বেলুড় মঠের প্রাচীন ঐতিহ্যশালী জগদ্ধাত্রী পূজায় ভক্তের ঢল। বৃ্হস্পতিবার সন্ধ্যায় দেবীর আমন্ত্রন ও অধিবাসের বর্ষবর মাধ্যমে পূজা শুরু। আজ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমীর পুজো প্রতিপদে শাস্ত্রীয় রীতিনীতি মেনে সম্পন্ন হবে। পূজা দর্শনার্থী ও ভক্তদের উদ্দেশ্যে বেলুড় মঠে মা সারদা সদাব্রত প্রসাদালয় প্রায় ৩০ হাজার ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, বেলুড় মঠের পক্ষ থেকে।