ইংরেজবাজার: স্বচ্ছ, নির্ভুল ভোটার তালিকা তৈরি সহ একাধিক দাবীতে পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ করে ডিএমকে ডেপুটেশন বামফ্রন্টের
স্বচ্ছ, নির্ভুল ভোটার তালিকা তৈরি সহ একাধিক দাবীতে মালদায় জোরদার আন্দোলনে নামল বামফ্রন্ট। সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সহ বিভিন্ন বামপন্থী দল মিলে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি পালন করল সোমবার। আন্দোলনে অংশ নিলেন রাজ্য বামফ্রন্টের নেতা তথা সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র, রাজ্য বামফ্রন্টের নেতা চন্দ্র শেখর দেবনাথ, বিভাস চক্রবর্তী, সৈকত গিরি সহ অন্যান্যরা।