অজয় নদের উপর অস্থায়ী রাস্তা বানিয়ে,সেই রাস্তা দিয়ে বীরভূম থেকে বালি তুলে ট্রাক্টরে করে সেই বালি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার উপর দিয়ে পাচার হোচ্ছে।এমনই অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামেন কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা। কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক মঞ্জু কাঞ্জিলালের নেতৃত্বে বুধবার সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলার বিদবিহার পঞ্চায়েত এলাকার নয়া কাঞ্চনপুর শিবতলা ঘাটে ম্যাপ হাতে নিয়ে অভিযানে নামেন।