রানিগঞ্জ: ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আসানসোল দক্ষিণ বিধানসভার নতুন এগেরা গ্রামে উল্লাস
আজ ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আসানসোল দক্ষিণ বিধানসভার নতুন এগেরা গ্রামে গ্রামবাসী ও বাচ্চা কচিকাচাদের নিয়ে মোদীজির জন্মদিন পালন করা হলো বুধবার দুপুর সাড়ে বারোটায়।উপস্থিত ছিলেন বিজেপির যুব নেতা অভীক কুমার মন্ডল তিনি নিজের হাতে মোদীজির ছবিতে দুধ ঢেলে ও গঙ্গাজল ঢেলে স্নান করিয়ে উত্তরীয় ও ফুলের মালা পরানো হয়,, তারপর সনাতন ধর্মের বিধি মেনে পায়েস খাইয়ে প্রদীপ জালিয়ে জন্মদিন পালন করা হয়,,, কচি কাচা বাচ্চা দের হাত ধরে