পাঁশকুড়া: পাঁশকুড়া ব্লকের ল্যাম্পস অফিসে বৈঠক পশ্চিমবঙ্গের আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওD.M
পাঁশকুড়া ব্লকের ল্যাম্পস অফিসে ,সদস্য ও আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করলেন পশ্চিমবঙ্গের আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীমতী ছোটেন ধেনন্দুপ লামা, পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ঋষিন উনিশ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকাল ৪ বৈঠকে শেষে জেলাশাসক বললেন লক্ষ্মীভান্ডার সহ সমস্ত কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, পাট্টা ও কাস্ট সার্টিফিকেট কিছু সমস্যা রয়েছে খুব দ্রুত নিষ্পত্তি করা হবে।