চাঁচল ১: চাঁচল থানায় চালু হলো মালদার প্রথম জেলা গোয়েন্দা শাখা (DIB) অফিস: পুলিশ সুপারের হাত ধরে উদ্বোধন
রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম মালদার চাঁচল থানার প্রাঙ্গণে চালু হলো জেলা গোয়েন্দা শাখার (DIB) অফিস। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আজ এই নতুন অফিসের উদ্বোধন করেন মালদা জেলার পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকেরা। সোমবার চাঁচল থানায় সেই অফিসের উদ্ধোধন করলেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলি আবু বক্কর টিটি,চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু