ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে শিক্ষকদের ফুটবল প্রতিযোগিতা, অনুষ্ঠিত মন্ত্রী
ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এই প্রথম শিক্ষকদের নিয়ে আন্তঃচক্র ফুটবল প্রতিযোগিতা শুরু হল। শনিবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সাদা পায়রা উড়িয়ে খেলার সূচনা করেন বন মন্ত্রী বিরবাহা হাঁসদা। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা, পুরপ্রধান কবিতা ঘোষ। জেলার ১৮টি চক্রের শিক্ষকরা এই ফুটবল খেলায়া যোগ দিয়েছেন। জানা গিয়েছে, রবিবার হবে সেমি ফাইনাল ও ফাইনাল খেলা।