আকতপুর প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো শিশু দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের SDPO ও গোঘাট থানার OC।তারা দীর্ঘক্ষণ খুদে পড়ুয়াদের সঙ্গে সময় কাটান, বিভিন্ন খেলায় অংশ নেন এবং আনন্দে মাতিয়ে তোলেন সবাইকে। খেলার ছলে শিশুদের মৌলিক আইনি ধারণা, নিরাপত্তা সচেতনতা ও পুলিশের ভূমিকা সম্পর্কে সহজ ভাষায় জানান অতিথিরা।শিক্ষকরা বলেন,এই উদ্যোগে শিশুদের ভরসা ও আত্মবিশ্বাস যেমন বাড়বে,তেমনি সমাজ–পুলিশ সম্পর্কও আরও মজবুত হবে।