কুমারগ্রাম: ভারত-ভুটান সীমান্তের জঙ্গল থেকে ভুটানি মদ ও বিয়ার বাজেয়াপ্ত করল SSB
ভারত-ভুটান সীমান্তের জঙ্গল থেকে ভুটানি মদ ও বিয়ার বাজেয়াপ্ত করল এসএসবির কালীখোলা বিওপির জওয়ানরা। বুধবার সন্ধ্যা নাগাদ এসএসবি সূত্রে এই খবর জানা গিয়েছে। জানা গিয়েছে, ভুটান সীমান্তের জঙ্গলে টহলদারি চালানোর সময় জঙ্গলে লুকিয়ে রাখা কিছু ব্যাগ নজরে আসে এসএসবি জওয়ানদের। তল্লাশি চালিয়ে ব্যাগ গুলি থেকে উদ্ধার করা হয় ৪৬.৮ লিটার ভুটানে তৈরি বিয়ার এবং ২৭ লিটার ভুটানে তৈরি মদ। মদ ও বিয়ারের বোতল গুলি আবগারি বিভাগের কুমারগ্রাম সার্কেলের হাতে তুলে দিয়েছে এসএসবি।