সালানপুর: SIR এর এনুমারেশন ফর্ম ফিলাপ প্রায় শেষ হতে চলছে কুলটিতে প্রতিক্রিয়া TMC ও BJP র
SIR এর এনুমারেশন ফর্ম ফিলাপ প্রায় শেষ হতে চলছে কুলটিতে প্রতিক্রিয়া TMC ও BJP র দেশের বিভিন্ন রাজ্যের সাথে সাথে পশ্চিম বঙ্গেও চলছে SIR এর কাজ আগামী ৪তারিখ এই কাজ সম্পন্ন হওয়ার কথা নির্বাচন কমিশনের অনেকে এনুমারেশন ফর্ম জমা দিয়ে দিয়েছে। কিছু অংশ বাকি রয়েছে। এই বিষয়ে আজ দুপুর ২ প্রতিক্রিয়া দিলেন আসানসোল পৌর নিগমের কুলটি বোরো চিয়ারম্যান তথা শাসক নেতা চৈতন্য মাঝি অপর দিকে প্রতিক্রিয়া দিলেন আসানসোল বিজেপি নেতা অমিত গোরাই ki বললেন শুনে নেওয়া যাক