হেমতাবাদ: হেমতাবাদের বেলতলি থেকে চোরকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নিল পুলিশ
হেমতাবাদে পরপর চুরির ঘটনার কিনারা করতে এবারে এক চোর কে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিস। জানা গিয়েছে ধৃতের নাম সিদ্দিক রহমান (২০)। বাড়ি হেমতাবাদের বেলতলী এলাকায়। বৃহস্পতিবার রাতে বেলতলির এক বাগান থেকে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০২২ সাল থেকে এই যুবক চুরি সহ একাধিক অপরাধ মূলক কাজে যুক্ত।