পটাশপুর ২: "করতে দেন,বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে,ঘেউ ঘেউ করছে" কাঁথিতে কেন এরূপ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী?
SIR এর কাজে বিহারের প্রসঙ্গ টেনে BLO দের জেলে ঢোকানোর হুমকি নিয়ে রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য কমিশনে অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেস। সম্প্রতি সংবাদ মাধ্যমের শুভেন্দু অধিকারী বিওলদের জেলে ঢোকানোর হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে রিপোর্ট দিতে বলেছেন |এই সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন রিপোর্ট করতে দিন,ঘেউ ঘেউ করছে |