সারা জেলা জুড়ে চলছে রাজ্য পুলিশের রদবদল। সেরকমই SP,IC,থেকে শুরু করে OC বিভিন্ন থানায় চলছে রদবদল প্রক্রিয়া। অন্য থানার দায়িত্ব ভার গ্রহণ করার আগেই বড় জোড়া থানার আইসি কে বিদায় সংবর্ধনা দিলেন বড় জোড়া ব্লকের তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী। এইদিন তিনি পুষ্প স্তবক থেকে শুরু করে মিষ্টির প্যাকেট তার হাতে তুলে দিলেন