কাঁকসা: কাঁকসা থেকে বদলি হয়ে নতুন বিডিও সৌরভ গুপ্তাকে দায়িত্বভার তুলে দিলেন প্রাক্তন বিডিও পর্ণা দে
শুক্রবার থেকেই কাঁকসা ব্লকের দায়িত্বভার গ্রহণ করলেন সৌরভ গুপ্তা।তিনি কুলপি ব্লকের কর্মরত ছিলেন।বদলি হয়ে এসে আজ থেকেই তিনি দায়িত্বভার গ্রহণ করেন।এর আগে কাঁকসায় বিডিও হিসেবে দায়িত্বে ছিলেন পর্ণা দে।প্রায় দু বছরের বেশি সময় ধরে তিনি কাঁকসায় বিডিও হিসেবে নিযুক্ত ছিলেন।তাকে বদলি করে পাঠানো হয় বাড়ুইপুর।শুক্রবার দুপুরে ফুলের তোড়া দিয়ে নতুন বিডিও কে স্বাগত জানান পর্ণা দেবী।পাশাপশি কাঁকসা ব্লকের সমস্ত দায়িত্বভার তার হাতে তুলে দেওয়া হয়।