ধূপগুড়ি: তাবুই ছিল শেষ আশ্রয়, রাতভর বৃষ্টিতে এক হাঁটু জল ধপগুড়ির বন্যা কবলিত এলাকায়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
তাবুই ছিল শেষ আশ্রয়, রাতভর বৃষ্টিতে এক হাঁটু জল বন্যা কবলিত এলাকায়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি বন্যা দুর্গতদের ঘূর্ণিঝড় মান্থার প্রভাব ,আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী অবিরাম বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে। ভুটান পাহাড়ে বৃষ্টিতে জল বেড়েছে পাহাড়ি নদীগুলির পাশাপাশি হাতিনালার। সম্প্রতি জলপাইগুড়ি জেলায় ভয়াবহ বন্যার পর ফের দুর্যোগ। ঘর নেই ত্রিপলের তলায় আশ্রয় নেওয়া বন্যা দুর্গতরা অসহায়। দুশ্চিন্তায় গ্রাস করছে তাদের।