রানাঘাট আর পি এফ কে সাথে নিয়ে যৌথ অভিযান চালিয়ে বঙ্কিমনগর রেল স্টেশন থেকে এক সোনা পাচারকারীকে গ্রেফতার করলো বি এস এফ। সূত্রের খবর, 6 তারিখ বি এস এফ গোপন সূত্রে খবর পায় রানাঘাট 2 নম্বর ব্লকের বঙ্কিমনগর রেল স্টেশন এলাকায় সোনা পাচার চক্র সক্রিয় রয়েছে। এর পরই বি এস এফ এর পক্ষ থেকে রানাঘাট RPF কে সাথে নিয়ে বঙ্কিমনগর এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে।ধৃতের কাছ থেকে 2 টি সোনার বাট উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি পুটখালী এলাকার বাসিন্দা।