ময়না: রাজ্য সরকারের টোটো রেজিস্ট্রেশনের নামে টাকা তোলার প্রতিবাদে কুমোরগঞ্জ থেকে টোটো চালকদের বিক্ষোভ মিছিল ও ব্লক ডেপুটেশন
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের প্রায় ৫০০ টো চালক রাধা রানী বাজারের কোমরগঞ্জ থেকে বৃক্ষ মিছিলে আয়োজন করে মূলত গরিব টোটো চালকদের কাছ থেকে রাজ্য সরকারের টোটো রেজিস্ট্রেশনের নাম করে টাকা তোলার প্রতিবাদে এবং পুলিশি হয়রানি ও স্থানীয় প্রশাসনের জুলুমবাজির বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করার |এই বৃক্ষ মিছিল ও ডেপুটেশনের নেতৃত্ব দেন তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশীষ মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা |