নলহাটি ২: ভদ্রপুরে কালী পূজো উপলক্ষে প্রতিমা ও মন্ডপসজ্জা দেখতে ভিড় জমিয়েছেন এলাকাবাসীরা
কালী পূজো উপলক্ষে মেতেছে নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর গ্রাম। পশ্চিম পাড়া মনসা ক্লাবের উদ্যোগে কালীপুজো উপলক্ষে এবারের থিম অপারেশন সিন্দুর। ক্লাবের উদ্যোক্তারা নিজেরাই মাটি দিয়ে তৈরি করে কাশ্মীরে সদ্য ঘটে যাওয়া ওই অপারেশন সিন্দুরের নানান চিত্র বানিয়ে নজর কেড়েছে সকলের। অপরদিকে শ্রী দুর্গা ক্লাবের উদ্যোক্তারা নিজেরাই খড়ের তৈরি মন্ডপ বানিয়ে তাক লাগিয়েছেন এলাকায়। মন্ডপসজ্জা ও প্রতিমা দর্শনে ভিড় জমিয়েছেন এলাকার পাশাপাশি আশেপাশের গ্রামের মানুষজনো।