ভাঙড় ১: ভাঙ্গড়ের ISF নেতাকে সমাজবিরোধী বলায় পাল্টা শওকত মোল্লাকে নটোরিয়া ক্রিমিনাল বলে অতীতের বোম বাঁধার নিদান কে টেনে আনলেন
ভাঙ্গড়ে তোলাবাজির অভিযোগ নিয়ে ISF নেতা রাহুল কে সমাজবিরোধী এবং ক্রিমিনাল বলে আখ্যা দেয় ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গড় পর্যবেক্ষক শওকত মোল্লা,মঙ্গলবার বিকাল ৪ টে নাগাদ সেই মন্তব্যের পাল্টা মন্তব্য আইএসএফ নেতার। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বোম বাঁধার কথা বলেছিলেন, কাকে নির্বাচন কমিশন নটরিয়াস ক্রিমিনাল বলেছেন তা সবার জানা"।এছাড়াও একাধিক মন্তব্য করেন তিনি।