কাঁথি ৩: হরিগেছিয়া সংসদে একটি ঢালাই রাস্তার নির্মাণের আজ শুভ উদ্বোধন করলেন কাঁথি 3 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুমিরদা গ্রাম পঞ্চায়েতে হরিগেছিয়া সংসদে আমার পাড়া আমার সমাধানে বড়বাড়ী গৌরহরি মণ্ডল এর বাড়ি হতে শিবশঙ্কর মণ্ডল এর বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন কাঁথি 3 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ ,উপস্থিত ছিলেন কুমিরদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসীত মণ্ডল,বিশিষ্ট সমাজসেবী রাজকুমার দাস,দেবাশীষ মণ্ডল, মানস ধাড়া, গৌরহরি মণ্ডল,সুনীল মণ্ডল, সুনীর্মল মণ্ড